Bangladesh

হিযবুত তাহ্‌রীর নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে বিচার শুরু হল

হিযবুত তাহ্‌রীর নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে বিচার শুরু হল

| | 27 Sep 2016, 07:57 am
ঢাকা, সেপ্টেম্বর ২৭- দেশের এক আদালতে মঙ্গলবার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।

তাদের বিরুদ্ধে বিচার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আয়ত্তে হচ্ছে।

 

আজকে এই ছয়জনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা  অভিযোগ গঠনের শেষে বিচার শুরু করবার আদেশ  দিয়েছেন।

 

আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য  ২৪ অক্টোবর তারিখ ধার্য করেছেন।

 

পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা২০১০ সালে মহিউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে করেছিলেন।

 

মহিউদ্দিন  সেই বছরেই ২০ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন।

 

উনি দাবি করেছেন যে হিযবুত তাহ্‌রীরের সাথে ওনার সংশ্লিষ্টতা নেই।