Bangladesh

French Envoy meets with Prime Minister Sheikh Hasina

French Envoy meets with Prime Minister Sheikh Hasina

| | 10 Apr 2018, 11:32 pm
ঢাকা, এপ্রিল ১১ঃ আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা উল্লেখ করে বলেছেন যে মানুষ যাকে চান তাকেই ক্ষমতায় বেছে নেবে।

এই কথাগুলি হাসিনা বাংলাদেশের ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ম্যারি-আনিক বরদিন এর সাথে সাক্ষাৎ এর সময় বলেছেন।

 

গতকাল, জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত।

 

এই বৈঠকের শেষে,  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেনঃ  “প্রধানমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলেছেন।”

 

করিম প্রধানমন্ত্রী এই বৈঠকে কি বলেছেন তা জানাতে গিয়ে বলেনঃ "প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করি’।”

 

ওনার সরকার ক্ষমতায় থাকার সময় স্থানীয় সরকার নির্বাচনগুলো স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলেন হাসিনা।

 

উনি বলেন এই নির্বাচনগুলিতে ক্ষমতায় থাকা দলের  প্রার্থীরাও পরাজিত হয়েছেন।

 

“জনগণ বেছে নেবে; কাকে তারা নির্বাচিত করতে চায়," হাসিনা বলেছেন।

 

করিম জানান যে এই বৈঠকের সময় রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়।

 

ফ্রান্স এই বিষয়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে বলে ম্যারি-আনিক বরদিন হাসিনাকে জানিয়েছেন, বলেন করিম।