Bangladesh

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কুমিল্লা আদালত

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কুমিল্লা আদালত

| | 02 Jan 2018, 05:52 am
ঢাকা, জানুয়ারি ২ঃ দেশের এক আদালত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ‘পলাতক’ ৫৫ আসামির বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নব বেগম এই মামলায় ৭৮ জনকে আসামি করে পুলিশের দেওয়া অভিযোগপত্র  গ্রহণ করেছে।

 

বেগম মঙ্গলবার গ্রেপ্তারের পরোয়ানা জারি কবার আদেশ দিয়েছেন।

 

এর আগে কুমিল্লা আদালত গত ৯ অক্টোবর খালেদাসহ ৪৬ জনের বিরুদ্ধে এই ঘটনায় বিস্ফোরক আইনের মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

 

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি সমাবেশ করতে বাধা  পাওয়ার পরে নিজের  দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থাতেই জিয়া দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছিলেন।

 

হরতাল চলেছিল ৯০ দিন।

 

অগ্নিদগ্ধ হয়ে এই সময় মারা গেছিলেন বহু মানুষ।

 

পুড়েছিল বহু গাড়ি।

 

সেই সময় নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে অসংখ্য মামলা করা হয়েছিল।

 

খালেদাকে হুকুমের আসামি কড়া হয়েছিল বেশ কিছু মামলায়।

 

কুমিল্লা এর মামলাটি তার মধ্যেই একটি।