Bangladesh

গ্রামের উন্নয়নের কথা মাথায় রেখেই কর্মসূচি করছে সরকারঃ শেখ হাসিনা

গ্রামের উন্নয়নের কথা মাথায় রেখেই কর্মসূচি করছে সরকারঃ শেখ হাসিনা

| | 03 Mar 2018, 07:50 am
ঢাকা, মার্চ ৩ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন যে গ্রামের উন্নয়নের কথা মাথায় রেখেই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উনি আহ্বান করে বলেন যে গ্রাম পর্যায়ে থেকে যেন দেশে উন্নয়ন হয়।

 

"গ্রাম পর্যায় থেকে যেন উন্নয়ন হয়। সে পরিকল্পনা আমরা দিয়েছি," হাসিনা বলেন।

 

হাসিনা এই কথাগুলি  বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৮তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার বলেছেন।

 

হাসিনা বলেন দেশের মানুষের সেবা করা হবে এই উদ্দেশেই সমস্ত কর্মসূচি সরকার নেয়।

 

“একটা সরকার জনগণের সেবা করবে। আমরা জনগণের সেবক। সে কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছি," হাসিনা বলেন।

 

উনি বলেন ওনার সরকার আগের সকলের থেকে বেশি উন্নয়নমূলক কাজ এই দেশে করে চলেছে।

 

“এত উন্নয়ন প্রকল্প আর কোনো সরকার করতে পারে নাই। যেটা আমরা করে যাচ্ছি.. আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। যার শুভ ফলও এদেশের মানুষ পাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি,” হাসিনা বলেন।


নিজের বক্তৃতায় আজ হাসিনা দেশে উন্নয়ন আনবার জন্য  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

 

হাসিনা বলেন ওনার সরকার দুর্নীতি ও সন্ত্রাসবাদের মত সমস্যার বিরুদ্ধে লড়ে চলেছে।

 

" আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আইনের শাসন যাতে মানুষ পায়, সেজন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি," উনি বলেন।

 

হাসিনা মনে করে দেন যে আজ বাংলাদেশ  পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল।