Bangladesh

 উৎক্ষেপণ হল সাউথ এশিয়া স্যাটেলাইট

উৎক্ষেপণ হল সাউথ এশিয়া স্যাটেলাইট

| | 05 May 2017, 10:53 am
ঢাকা/ নিউ দিল্লী, মে ৫ঃ ভারত আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে।

সাউথ এশিয়ার দেশগুলিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্যাটেলাইটেটি 'উপহার' হিসেবে দিলেন।


এই স্যাটেলাইটের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হবেন বলে আশা জানিয়েছেন এই দেশগুলির নেতারা।


বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই স্যাটেলাইট উৎক্ষেপণে অংশীদার হিসেবে আছেন। জদিও উদ্যোগটি নিয়েছিলেন ভারত।


এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইটটি ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে আজ বিকেলে।


এই সফল উৎক্ষেপণের পরে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের আবদুল্লা ইয়ামিন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনা ভিডিও কনফ্রেন্সে ভারতের প্রধানমন্ত্রীর  সাথে যুক্ত হন।


এই পদক্ষেপের বিষয় বলতে গিয়ে মোদী বলেনঃ " মহাকাশে এই সাত দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে।”

 

হাসিনা নিজের বক্তব্যে ভারতের সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

 

উনি বলেন এই পদক্ষেপঃ "দক্ষিণ এশিয়ার জনগণের জীবনমানের উন্নয়ন করবে।”