Bangladesh

Gazipur polls if not hold properly then action will be taken: CEC

Gazipur polls if not hold properly then action will be taken: CEC

Bangladesh Live News | @banglalivenews | 20 Jun 2018, 06:12 am
ঢাকা, জুন ২০ঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আজ বলেছেন যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য প্রশাসন সমস্ত প্রকারের চেষ্টা করছে।

উনি বলেন যে যদি গাজিপুর এই নির্বাচন  সুষ্ঠু না হয় এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই নির্বাচন অনুষ্ঠিত হবে জুন ২৬।

 

আজকে  বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই নির্বাচনে সমন্বয় কমিটির বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সেই সাম্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি এই কথা বলেছেন।

 

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজম আজকের সভার  সভাপতিত্ব করেছেন।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য  ব্যাক্তি এই সভায় যোগ দিয়েছিলেন।

 

সিইসি সাংবাদিকদের বলেনঃ "আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সব পক্ষ মত প্রকাশ করেছেন সভায়। তাঁরা ২৬ জুন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছেন। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।"

 

Image: Wikimedia Commons