Bangladesh

যশোরঃ সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করল

যশোরঃ সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করল

| | 09 Oct 2017, 06:14 am
ঢাকা, অক্টোবর ৯ঃ সন্দেহভাজন জঙ্গি খাদিজা যশোরে যে বাড়ি ঘিরে রাখা হয়েছে সেখান থেকে বেরিয়ে আত্মসমর্পণ করেছেন।

তার সাথে থাকা তিন সন্তান এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছে।

 

বোমা নিষ্ক্রিয়কারী দল এই মুহূর্তে সেই বাড়ির যে ফ্ল্যাটে তারা থাকতেন সেটিতে তল্লাশি চালাচ্ছে।

 

স্বামী মশিউর রহমানকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

 

সন্দেহভাজন জঙ্গি আগে বলেছিলেন যে তাঁর বাবা-মাকে আনা হলে তিনি আত্মসমর্পণ করবেন।

 

পরে, পাবনা থেকে সেই দুজনকে আনা হলে খাদিজা তাঁর তিন সন্তানকে নিয়ে বাড়িটি থেকে বেরিয়ে আসে।

 

পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের এই অভিযানের বিষয় পরে জানিয়েছেন।

 

গতকাল দিবাগত রাত দুইটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বাড়িটি ঘিরে রেখেছিল।

 

এই অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও যশোর পুলিশের একটি দল সম্মিলিতভাবে যোগ দিয়েছিলেন।

 

বাড়ির মালিক হায়দার আলী ও ওনার স্ত্রী  ইসমত আরা এই বাড়িতে থাকেনা।

 

আরার নামে আছে এই বাড়িটি, জানিয়েছেন পুলিশ।

 

Image: Wikimedia Commons