Bangladesh

Govt expresses sadness over death of Rama Choudhury

Govt expresses sadness over death of Rama Choudhury

Bangladesh Live News | @banglalivenews | 10 Sep 2018, 09:32 am
ঢাকা, সেপ্টেম্বর ১০ঃ মন্ত্রিসভা আজ একাত্তরের বীরাঙ্গনা ও লেখক রমা চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন একাত্তরের বীরাঙ্গনা ও জননীখ্যাত লেখিকা রমা চৌধুরী রমা চৌধুরী।

 

গত সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলে কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর।


স্বজনরা জানান, কোমরে আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৫ই জানুয়ারি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন তিনি।


১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক-বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজেও নির্যাতিত হন এই বীরাঙ্গনা। তবুও থেমে থাকেননি। একে একে লিখেছেন ১৮টি বই।


এদিকে রমা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।


রমা চৌধুরী ১৯৩৬ সালে চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বলা হয়ে থাকে- তিনি দক্ষিণ চট্টগ্রামের প্রথম নারী স্নাতকোত্তর (এমএ) ডিগ্রিধারী। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


রমা চৌধুরী ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কর্মজীবন শুরু করেন। পরে দীর্ঘ ১৬ বছর তিনি বিভিন্ন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।