Bangladesh

আলোচনায় বিশ্বাস রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আলোচনায় বিশ্বাস রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

| | 16 Oct 2017, 07:52 am
ঢাকা, অক্টোবর ১৬ঃ রোহিঙ্গা সমস্যার মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন যে উনি আলোচনার মাধ্যমেই এই বিষয়ের সমাধানে বিশ্বাস রাখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা বলেনঃ "আমরা যুদ্ধ চাই না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব।”

 

নিজের দেশের মানুষদের  প্রশংসা করে, উনি বলেনঃ "আমাদের দেশের মানুষের মানবিক গুণ আছে। প্রত্যন্ত এলাকা থেকে সাহায্য নিয়ে তারা রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে।”

 

নিজের আসন্ন মিয়ানমার সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বার বার সেই দেশের সরকারকে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবেন।

 

এই বিষয়টি আজকে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।

 

রোববার গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী।

 

সেখানে সাংবাদিকদের সাথে কথা বলবার সময় মন্ত্রী বলেনঃ "আমাদের যে অনুপ্রবেশকারী এই দেশে ধুকে পড়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বলব।"

 

"আমরা তাদেরকে বার বার রিকুয়েস্ট করব  যে তারা যেন নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যান," মন্ত্রী বলেন।

 

মিয়ানমারে যেন  রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারে সেই বিষয় আলোচনা করা হবে, জানান মন্ত্রী।

 

Image: UN website