Bangladesh

বাংলাদেশ এগিয়ে চলেছে আরও আলোর পথে

বাংলাদেশ এগিয়ে চলেছে আরও আলোর পথে

| | 16 May 2017, 12:17 pm
ঢাকা, মে ১৬ঃ আস্তে আস্তে বাংলাদেশ অন্য দেশের মত এগিয়ে চলেছেন।

আর সরকার তথ্য নিজে সেই দিকেই ইঙ্গিতচ করছে।

 

গতকাল, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছেন যে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াতে চলেছে ১ হাজার ৬০২ ডলারে।

 

সরকার আরও আশা করছেন যে জিডিপি প্রবৃদ্ধি বাজেটের প্রত্যাশা ছাড়িয়ে ৭ দশমিক ২৪ শতাংশ হতেও পারে।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই প্রবৃদ্ধির হিসেব করেছেন চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দশ মাসের (জুলাই-এপ্রিল) তথ্য বিশ্লেষণ করবার পরে।

 

এই হিসেবগুলি  জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তুলে ধ্রেছিলেন রোববার।

 

এই বৈঠকের সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব বলছে যে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল ৭ দশমিক ১১ শতাংশ।

 

বৈঠকের শেষে, সাংবাদিকদের সাথে কথা বলবার সময়, পরিকল্পনামন্ত্রী বলেন, “চলতি অর্থবছরে দেশে বিনিয়োগ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মোট বিনিয়োগ হয়েছে জিডিপির ৩০ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ ২৩ দশমিক ০১ শতাংশ, আর সরকারি বিনিয়োগ ৭ দশমিক ২৬ শতাংশ।”

 

এই পরিসংখ্যানগুলি আরও দেখাচ্ছে যে কি ভাবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সাফল্য লাভ করছে।