Bangladesh

 মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুতঃ হাসিনা

মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুতঃ হাসিনা

| | 31 Aug 2016, 11:56 am
ঢাকা, আগস্ট ৩১- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের কথা তুলে ধরে ও একাত্তরের স্বজনহারাদের বিচার পাওয়ার অধিকারের বিষয়টির উপরে জোড় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসইনা বুধবার বলেছেন যে দেশের মানুষের জন্যু উনি সব রকমের ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছেন।

"এদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত," হাসিনা আজ আক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন।

 

নিজের বাবা বঙ্গবন্ধু ও মায়ের হত্যার কথা তুলে ধরে উনি বলেনঃ "যারা স্বজন হারানোর বেদনা নিয়ে এখনও বেঁচে আছেন, তাদের দুঃখ আমি বুঝি।"

 

উনি বলেন দেশের যে মানুষেরা একাত্তরে আপনজনদের হারিয়েছেন তাদের ব্যথা-বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন।

 

উনি বলেন যে এই মানুষেরাও বিচার পাবেন।

 

"আমার পিতা-মাতা, ভাইয়ের হত্যার যেমন বিচার করেছি তেমনি যারা আপনজন হারিয়েছেন, নিশ্চয় তাদের বিচার পাওয়ার অধিকার আছে," হাসিনা বলেন।

 

"আমি এই বিচার করে যাচ্ছি," প্রধানমন্ত্রী বলেন।

 

উনি বলেন বাধা থাকলেও সকলের বিচার করা হবে।

 

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা হবে বাংলাদেশ, জানান হাসিনা।