Bangladesh

ফেসবুকে হুমকি দেওয়া হল শিক্ষক শ্যামল কান্তিকে

ফেসবুকে হুমকি দেওয়া হল শিক্ষক শ্যামল কান্তিকে

| | 22 May 2016, 11:38 am
ঢাকা মে ২২- লাঞ্ছিত নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এই বিষয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের জানিয়েছেনঃ "এটার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।"

 

তবে উনি জানান যে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ওঠা ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

 

গত ১৯ মে হুমকি দিয়ে শ্যামল কান্তি ভক্তকে হত্যার বিষয়  ‘নবী - সাঃ এর কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ড’ নামে একটি ফেইসবুক পেইজে একটি পোস্ট লেখা হয়।

 

"শ্যামল কান্তি ভক্তের অপরাধ প্রমাণিত। আল-কায়েদা'র মুজাহিদীনরা এই সব কিছু সম্পর্কে অবগত আছেন, এবং তারা বিষয়টা দেখছেন। কিন্তু আমরা চাই, আল-কায়েদা'র মুজাহিদীনদের পাশাপাশি সাধারণ মুমিন মুসলিমরা ইসলাম ও আল্লাহ নিয়ে কটূক্তিকারীদের হত্যায় এগিয়ে আসুক এবং দায়িত্ব পালন অশেষ নেকী হাসিল করুক। এই উদ্দেশ্যে আমরা সকল তাওহীদি জনতাকে শ্যামল কান্তিকে বিজ্ঞানী বানানোর আহব্বান জানাচ্ছি," পোস্টে বলা হয়েছে।