Bangladesh

Harsh punishment now for false mental health certificates

Harsh punishment now for false mental health certificates

Bangladesh Live News | @banglalivenews | 16 Jul 2018, 11:04 am
ঢাকা, জুলাই ১৬ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আজ দেশের মন্ত্রীসভা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির চিকিৎসা অথবা তার সম্পত্তির তালিকা প্রণয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে অবহেলা করলে শাস্তির বিধান রেখে মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আজকের খসড়াতে বলে হয়েছে যে  মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বা তার সম্পত্তির তালিকা প্রণয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে অবহেলা করলে অভিভাবক ও ব্যবস্থাপকদের অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড বা তিন বছর সশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ড  দেওয়া হতে পারে।
 
 
আজকের মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
 
 
সেখানে অনুমোদন দেওয়া হয় এই খসড়ার।
 
 
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের বলেনঃ "বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত নাগরিকদের মর্যাদা সুরক্ষা, স্বাস্থ্যসেবা দেওয়া, সম্পত্তির অধিকার ও নিশ্চিতকরণ, পুনর্বাসন ও সার্বিক কল্যাণ নিশ্চিতে একটি যুগোপযোগি আইন প্রণয়নের অংশ হিসেবে এই আইন করা হচ্ছে।”