Bangladesh

Hasina urges Canadian PM to help in sending back Bangabandhu's murderer

Hasina urges Canadian PM to help in sending back Bangabandhu's murderer

Bangladesh Live News | @banglalivenews | 11 Jun 2018, 05:14 am
কুইবেক, জুন ১১ঃ কানাডায় সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার একবার আহবান করেছেন।

দুই নেতার মধ্যে গতকাল বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সেই সময় হাসিনা এই বিষয় হাসিনা কানাডার প্রধানমন্ত্রীকে আহবান করেন।

 

এই বৈঠক অনুষ্ঠিত হয়  কানাডার প্রধানমন্ত্রীর বাসভবন লা পেতিত ফ্রন্টেন্সে ।

 

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক  এই বৈঠকে উপস্থিত ছিলেন।

 

নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানো এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে  এই বৈঠকে আলোচনা হয়েছে, সাংবাদিকদের জানান করিম।

 

কানাডার প্রধানমন্ত্রীকে হাসিনা বলেনঃ "কানাডায় বসবাসকারী নূর চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করে হত্যাকারী দুজনের মধ্যে অন্যতম। সে একজন আত্মস্বীকৃত খুনি এবং বাংলাদেশের প্রচলিত আইনেও দণ্ডপ্রাপ্ত।"

 

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রনে হাসিনা সেই দেশে জি ৭ বৈঠকে যোগ দেন।