Bangladesh

Hate pillar constructed in Narayanganj
নারায়ণগঞ্জে ঘৃণা স্তম্ভ (ছবি: সংগৃহিত)।

Hate pillar constructed in Narayanganj

Bangladesh Live News | @banglalivenews | 16 Aug 2020, 12:50 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ আগস্ট ২০২০ : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনিদের ছবি সম্বলিত ঘৃণা স্তম্ভ স্থাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এ ঘৃণা স্তম্ভের মোড়ক উন্মোচন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

ঘৃণা স্তম্ভের মোড়ক উন্মোচনকালে শেখ সাফায়েত আলম সানি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ এর ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যাকারীদের ছবি সম্বলিত ঘৃণা স্তম্ভ স্থাপন করাটা বহু আগেই উচিত ছিল। নতুন প্রজন্মের কাছে ’৭৫ এর ১৫ আগস্টের খুনিদের এ বর্বর হত্যাকাণ্ডের কলঙ্কিত ইতিহাস স্মরণ করিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করবে এ ঘৃণাস্তম্ভ। এ ধরনের সৃজনশীল উদ্যোগ হাতে নেয়ার জন্য আমি নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 

মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি সৈকত বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ওয়ার্ল্ড অ্যান্টি টেরোরিজম (ওয়াটো) বাংলাদেশ চ্যাপ্টার নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফাহিম এমিল ও নাট্য নির্মাতা ও অভিনয়শিল্পী সরকার রওনক রিপন প্রমুখ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালী, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি সাগর কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শেখ এন আই সুমন, দপ্তর সম্পাদক গোলাম হায়দার সজীব, কার্যকরী সদস্য শরীফ ফিরোজ আহম্মেদ রুমন, মুক্তিযুদ্ধ মঞ্চ মহানগর শাখার বিকি, দিলীপ, আওলাদ, সুমন, নিমাই সাহ, সাইফুল, নাহিদ ইসলামসহ অন্যান্য নেতা।