Bangladesh

বার বার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনুরোধ করব মিয়ানমারকে, জানালেন মন্ত্রী

বার বার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনুরোধ করব মিয়ানমারকে, জানালেন মন্ত্রী

| | 15 Oct 2017, 12:25 pm
ঢাকা, অক্টোবর ১৫ঃ নিজের আসন্ন মিয়ানমার সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বার বার সেই দেশের সরকারকে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবেন।

এই বিষয়টি আজকে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।

 

রোববার গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী।

 

সেখানে সাংবাদিকদের সাথে কথা বলবার সময় মন্ত্রী বলেনঃ "আমাদের যে অনুপ্রবেশকারী এই দেশে ধুকে পড়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বলব।"

 

"আমরা তাদেরকে বার বার রিকুয়েস্ট করব  যে তারা যেন নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যান," মন্ত্রী বলেন।

 

মিয়ানমারে যেন  রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারে সেই বিষয় আলোচনা করা হবে, জানান মন্ত্রী।

 

Image: UN website