Bangladesh

বগুড়া-গাইবান্ধা সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বগুড়া-গাইবান্ধা সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

| | 23 Aug 2017, 11:04 am
ঢাকা, আগস্ট ২৩ঃ শনিবার বগুড়ার সারিয়াকান্দি এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরের সময় হাসিনা ত্রাণসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

এই সময়, ওনার স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করবেন উনি।

 

এই মুহূর্তে বাংলাদেশের বন্যায় ৩২ জেলার প্রায় পৌনে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই বিষয় আজকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

 

বুধবার মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) উপ সচিব জি এম আব্দুল কাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৭৪ লাখ ৮২ হাজার ৬৩৭ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

১৩২ জন মানুষ এই দুই সপ্তাহে ২০ টি জেলায় প্রাণ হারিয়েছেন।

 

কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর, মৌলভীবাজার, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, নাটোর, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, শেরপুর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়েছে।