Bangladesh

ঢাকাঃ বিমানবন্দরে ড্রোনসহ যুক্তরাষ্ট্রের নাগরিক আটক

ঢাকাঃ বিমানবন্দরে ড্রোনসহ যুক্তরাষ্ট্রের নাগরিক আটক

| | 30 Jan 2018, 09:38 am
ঢাকা, জানুয়ারি ৩ঃ০ দেশের শুল্ক গোয়েন্দারা এক বিদেশি যাত্রীর কাছ থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন আটক করেছে।

এই ব্যাক্তির পরিচয় হল  মার্ক রুমাম কুটরোবস্কির।

 

ওনার কাছে  যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাওয়া গেছে।

 

শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন এই ব্যাক্তিকে  সোমবার মধ্য রাতের পর বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে আটক করা হয়।

 

ড্রোনটিসহ বিনা ঘোষণায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসেন, জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

 

চায়না সাদার্ন এয়ারলাইনসের সিজেড ৩৯২ ফ্লাইটে তার গুয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার জন্য মঙ্গলবার উনি ঢাকার বিমানবন্দরে অপক্ষা করছিলেন যখন ওনাকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই ব্যাক্তি বাংলাদেশ এই ড্রনের ব্যবহার করে  বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেছেন।

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছারাই উনি বস্তুটি দেশে আনেন।

 

নিরাপত্তার স্বার্থেই ওনাকে আটক করা হয়েছে,  শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।