Bangladesh

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন শেখ হাসিনা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন শেখ হাসিনা

| | 27 May 2016, 11:03 am
ভেনু কাশিকো, মে ২৭- জাপানে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বৈঠক করেছেন।

শিমা কানকো হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


এই বৈঠকের বিষয় সাংবাদিকদের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান যে হাসিনা  ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছেন যে এই যুগে  জনগণের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে সাথে থাকা উচিত।


হাসিনা শুক্রবার বিভিন্ন দেশের নেতাদের সাথে জি-৭ এর আউটরিচ বৈঠকে অংশ নেন।


জাপানের শিনজো আবের আমন্ত্রণে হাসিনা ওই দেশে গেছেন।

 

জি-৭ সম্মেলনের আয়োজকও উনি।

 

এই বৈঠকে, হাসিনার পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উপস্থিত ছিলেন।

 


মুখ্য সচিব আজাদ সংবাদ মাধ্যমকে এই বৈঠকের বিষয় সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশকে দাওয়াত দেওয়া কারণ হল এই দেশ বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান করেছেন।