Bangladesh

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগ হবে, জানালেন হাসিনা

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগ হবে, জানালেন হাসিনা

| | 23 Mar 2017, 07:17 am
ঢাকা, মার্চ ২৩ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আগামী দিনে গুরুতব দেওয়া উচিত যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পারে।
আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই বিষয়টি করতে হবে বলেছেন হাসিনা।


হাসিনা বলেছেনঃ "ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ করে হয়েছে। এই আইনের যাতে যথাযথ প্রয়োগ হয়, সেদিকে সবার নজর দিতে হবে।"

তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৩ ও ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

উনি আরও বলেন যে ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন-১৯৭৩’ সংশোধনের কাজ চলছে।

"আসলে মঞ্জুরি কমিশন যে অবস্থায় আছে, তা দিয়ে ১৩৭টি বিশ্ববিদ্যালয় নজরদারিতে রাখা সম্ভব নয়," হাসিনা বলেন।

উনি বলেন দেশের প্রতি জেলাতেই অন্তত একটি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করবার উদ্যোগ নেওয়া হচ্ছে।

" আমরা সেভাবেই পদক্ষেপ নিচ্ছি। বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় স্থাপনে যাঁরা অনুমতি চাইতে আসেন, তখন আমি নিজেই এক-একটি জেলা নির্দিষ্ট করে দিচ্ছি কোথায় বিশ্ববিদ্যালয় করতে হবে," হাসিনা বলেন।