Bangladesh

Home Minister arrives in discussion by riding on a Palki

Home Minister arrives in discussion by riding on a Palki

| | 22 Apr 2018, 05:54 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২২: র‌্যাবের বর্ষবরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী ও বাংলাদেশের বিশেষ বাহিনী র‌্যাপিড এ্যাকশান ফোর্স (র‌্যাব)’র মহাপরিচালক বেনজীর আহমেদের পালকিতে চড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

শনিবার দুপুরে রাঝধানীর উত্তরায় র‌্যাবের সদরদপ্তরে এই তিনজনকে পালকিতে চড়িয়ে গান গাইতে গাইতে মঞ্চে নিয়ে আসেন র‌্যাব সদস্যরা।

 

ওই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেন অনেকে। তিনজনের পালকিতে চড়ার ছবি ফেইসবুকে পোস্ট করেছেন সাংবাদিক কুদ্দুস আফ্রাদ। তার ওই পোস্টেও অনেকে মন্তব্য করেন।


তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দোলায় চড়া নিয়ে দোষের কিছু দেখেন না, এমন একজন লিখেছেন, একটু অহেতুক মনে হলেও নেতিবাচক বা দৃষ্টিকটূ ভাবার দরকার নেই মনে হয়।

 

মাত্র ক্ষণিকের একটু কাঁধে তোলা।

 

পালকির চলনও তো ছিল এদেশে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এ আয়োজনে কোনো ভূমিকা নেই।

 

তার হামবড়া ভাবও নেই। বরং র‌্যাব সদস্যরা অতিথিদের সম্মানে নিজ উদ্যোগেই করেছেন মনে করি।


এ বিষয়ে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, বর্ষবরণের আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য এখানে গ্রাম-বাংলার বিভিন্ন ঐতিহ্য আনা হয়েছিল।

 

সাপ খেলা, বানর খেলা, পুতুল নাচ, ঢেঁকিতে ধান ভানা, মাটির তৈজসপত্র কীভাবে বানানো হয় তা উপস্থাপনসহ আমাদের গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই এখানে ছিল। অনুষ্ঠানে আসা পালকিওয়ালাদের অনুরোধেই তারা পালকিতে উঠেছিলেন। মন্ত্রী, আইজিপি ও র‌্যাব মহাপরিচালক তাদের খুশি করতেই পালকিতে উঠেছিলেন

ছবি : ফেইসবুক থেকে নেয়া