Bangladesh

Huge cash recovered

Huge cash recovered

Bangladesh Live News | @banglalivenews | 28 Oct 2018, 07:29 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ২৮ : ভৈরবে বিজয় এক্সপ্রেস ট্রেন ফেন্সিডিল, নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের চেকসহ চট্টগ্রাম জেলা কারাগারের পরিদর্শককে আটক করা হয়েছে।

আটক এই কারাগার পরিদর্শকের নাম সোহেল রানা বিশ্বাস। ভৈরবে বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ১২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার পৃথক তিনটি চেক এবং স্ত্রী, শ্যালক ও তাঁর নিজের নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর পৌনে ১টায় ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সোহেল রানা বিজয় এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন।

 

ট্রেনটি পৌনে ১টায় ভৈরব স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ একটি কেবিনে তল্লাশি চালায়।

 

এসময় তার লাগেজে থাকা ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সোহেল রানার নিজের নামে ১ কোটি ৩০ লাখ টাকার ৩টি চেক ও ১ কোটি টাকার দুইটি এফডিআর এবং তার স্ত্রী হোসনে আরা পপির নামে ১ কোটি টাকার দুইটি এফডিআর ও তার শ্যালক রকিবুল হাসানের নামে ৫০ লাখ টাকার একটি এফডিআর জব্দ করা হয়।