Bangladesh

Hundreds of families escape Myanmar

Hundreds of families escape Myanmar

Bangladesh Live News | @@banglalivenews | 28 Apr 2018, 06:53 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৮ : মিয়ানমারের উত্তরাঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এবার টার্গট কাচিন জনগোষ্ঠী।

কাচিন বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানে কয়েক হাজার মানুষ ওই অঞ্চল ছেড়ে পালিয়েছে।


শুক্রবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) প্রধান মার্ক কাটস এএফপিকে বলেন, গত তিন সপ্তাহে চীনা সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য থেকে চার হাজারের বেশি মানুষ পালিয়েছে। এরএগ চলতি বছরের শুরুতে ১৫ হাজার মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়েছে। ২০১১ সালে কাচিন এবং শান রাজ্যে সরকার এবং শক্তিশালী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সদস্যদের মধ্যে সংঘর্ষের পর এ পর্যন্ত ৯০ হাজার মানুষ আইডিপি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।


এর আগে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

 

গত আগস্টে বেশ কয়েকটি পুলিশ ও সেনা চেকপোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

 

অভিযানের নামে সেখানে বর্বর নির্যাতন-নিপীড়ন চালানো হয়।


মিয়ানমার সেনাবাহিনী ওই অঞ্চলে জাতিগত নিধন চালিয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। কিন্তু বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার।

 

২০১৬ সালে দেশটির নেত্রী অং সান সু চি ক্ষমতা গ্রহণের পর জানিয়েছিলেন, তিনি দেশে শান্তি প্রষ্ঠিাকেই সবচেয়ে গুরুত্ব দেবেন। কিন্তু সেই অবস্থার কোনো উন্নতি হয়নি।