Bangladesh

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন শেখ হাসিনা

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন শেখ হাসিনা

| | 18 Sep 2017, 07:44 am
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে গেছেন।
নিউ ইয়র্কে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছায় ওনাকে বহনকারী বিমান।


বিমানবন্দরে ওনাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

 

প্রবাসীরা স্লোগান দিয়ে ওনাকে মার্কিন দেশে স্বাগত জানান।

প্রসঙ্গত এই শহরে জাতিসংঘ সদর দপ্তরে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক।
 

সেখানে  বিশ্ব সংস্থার ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা এই বছর অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে নিজের বক্তব্য তুলে ধরবেন এই মঞ্চে।

এই মুহূর্তে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে চলেছে।

 

এমন এক পরিস্থিতির মাঝে বসছে অধিবেশন।

 

মিয়ানমার সরকারকে নিজেদের দেশের মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য বার বার বাংলাদেশ আহ্বান করলেও ফল হয়নি।

 

শেখ হাসিনা নিজেও এই সমস্যার বিষয় বহুবার মুখ খুলেছেন।


 এই মঞ্চে, বিশ্বনেতাদের সামনে হাসিনার রোহিঙ্গা সঙ্কটের ‘মূল কারণগুলো’ তুলে ধরবার কথা আছে।

 


এই সমস্যা নিরসনে বাংলাদেশের প্রস্তাব সামনে তুলে দেবেন হাসিনা।