Bangladesh

বাংলাদেশ, ভারত গড়লো নতুন ইতিহাস

বাংলাদেশ, ভারত গড়লো নতুন ইতিহাস

| | 01 Aug 2015, 07:03 am
ঢাকা, আগস্ট ১- দুই দেশের মধ্যে নতুন ইতিহাস গড়ে, ভারত ও বাংলাদেশ শনিবার রাতে ছিটমহলগুলোর মানুষদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার মধ্যরাতে ভারত ও বাংলাদেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী দুই প্রতিবেশী দেশের ১৬২টি ছিটমহলের মানুষের জাতীয়তা বদলে দেয়।

 

এই বদলের ফলে ৬৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে।

 

দাশিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহলএখন থেকে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হয়ে গেছে।

 

অন্যদিকে, বাংলাদেশের ৫১টি ছিটমহল একই সময় দিয়ে হ্যে গেল ভারতের অংশ।

 

রাত ১২টা ১ মিনিটে এই হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

 

নাগরিকত্বের স্বীকৃতি পাওয়ার ফলে দুই দেশের আই নতুন নাগরিকরা আনন্দ ও উল্লাসে মেতে উঠেছেন। নানা অনুষ্ঠানে পালন করা হচ্ছে এই আনন্দের মুহূর্ত।