Bangladesh

বিএনপি নেতারা যত কথা বলবেন তা দলের জন্য ক্ষতিকারক হবেঃ আওয়ামী লীগ

বিএনপি নেতারা যত কথা বলবেন তা দলের জন্য ক্ষতিকারক হবেঃ আওয়ামী লীগ

| | 23 Feb 2018, 09:13 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৩ঃ আওয়ামী লীগ আজকে বিএনপিকে নিশানা করে বলেছেন ওই দলের নেতারা যেমন মওদুদ আহমেদ ও রুহুল কবির রিজভী যত কথা বলবেন তা দলের জন্য ক্ষতিকারক হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা যত কথা বেশি বলবেন জনসমর্থন কমবে দলটির।

 

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মতবিনিময় সভায় কাদের এই মন্তব্যটি করেন।

 

কাদের বলেনঃ "মওদুদ আহমেদ এবং রিজভী- এই দুইটা যত বেশি কথা বলবে বিএনপির ভোট তত বেশি কমবে । এ জন্য আমরা বলি এরা অন্যায় করুক, অপরাধ করুক, যত বেশি বাজে কথা বলুক, এদেরকে গ্রেপ্তার করার দরকার নেই, এরা বাইরেই থাকুক।"

 

"এরা বাইরে থাকলে আওয়ামী লীগের জন্য ভালো। এদের বাজে বাজে কথাগুলো জনগণ থেকে বিএনপিকে সরিয়ে দিচ্ছে। আর বিএনপির বড় বড় কথার জবাব দিব জনগণের শক্তি দিয়ে," উনি বলেন।

 

কাদের বলেন হাসিনা হলেন দেশের জনপ্রিয় নেত্রী।

 

কাদের বলেনঃ "এখনো ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমাদের শক্তি হচ্ছে, দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা। তার সময়ে দেশের উন্নয়ন ও তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের জনগণ এতটাই খুশি যে বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।"

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ  আজ বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মুহূর্তে কারাগারে থাকার জন্য টার দলের জন্য প্লাস পয়েন্ট।

 

এই বিষয়টি আওয়ামী লীগের জন্য মাইনাস পয়েন্ট বলে আখ্যা দেন উনি।

 

জাতীয় প্রেসক্লাবে ‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় উনি এই মন্তব্যগুলি করেছেন।

 

এক দিনের জন্য খালেদা জিয়া জেলে থাকলে  বিএনপির ১০ লাখ করে ভোট বাড়ছে বলে মন্তব্য করেন  আহমদ।

 

"খালেদা জিয়ার জামিনের জন্য যে দুই দিন বেশি জেলে থাকতে হচ্ছে, এতে বিএনপির লাভ হয়েছে, ভোট বাড়ছে," আহমদ বলেন।

 

দেশের হাইকোর্ট আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহন করেছে।

 

তবে,  মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়াকে দেওয়া জরিমানার আদেশটিকে স্থগিত করে দিয়েছে।

 

আজকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  আজকে এই রায় দিয়েছেন।

 

জিয়া জামিন চেয়ে আবেদন করলে তা শুনানির জন্য রোববার দিনটিকে ঠিক করেছে আদালত।

 

হাইকোর্ট জানিয়েছেন যে সেইদিন দুপুর ২টোর সময় এই বিষয়টির শুনানি হবে।

 

আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন প্রমুখ দেশের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে  শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন।

 

কড়া নিরাপত্তার মধ্যে, ফেব্রুয়ারি ৮ দেশের এক আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

 

এই রায়  দিয়েছেন পুরান বকশীবাজারে জনাকীর্ণ আদালতে খালেদার উপস্থিতিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

 


রায়কে ঘিরে দেশজুড়ে ছিল টান টান উত্তেজনা।

 

দেশের বিভিন্ন প্রান্তে এই দিনকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

 

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের এই মামলায় আদালত দিয়েছেন  দশ বছরের কারাদণ্ড।

 


বিচারক এই মামলায় প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করেছে।

 

ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় জিয়াকে।