Bangladesh

রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গলবার থেকে কলেরার টিকা দেওয়া হবে, জানালো বাংলাদেশ সরকার

রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গলবার থেকে কলেরার টিকা দেওয়া হবে, জানালো বাংলাদেশ সরকার

| | 09 Oct 2017, 06:33 am
ঢাকা, অক্টোবর ৯ঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার জানিয়েছেন যে মিয়ানমার থেকে এই দেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গলবার থেকে কলেরার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই বিষয় জানিয়েছেন নাসিম।

 

উনি বলেছেন মঙ্গলবার থেকে উখিয়া উপজেলায় কলেরার এই বিশেষ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

 

মন্ত্রী জানিয়েছেন প্রথমবার ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত  প্রায় ৬ লাখ ৫০ হাজার জনকে কলেরার টিকা  দেওয়া হবে।

 

উনি বলেন যে তার পরের দফায় প্রায় দুই লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশুকে প্রথম ডোজ দেওয়ার দুই সপ্তাহ পর থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

 

রোহিঙ্গা সমস্যা মেটানোর লক্ষ্যে ও এই মানুষদের প্রত্যাবাসনের আলোচনা এগিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই মাসেই মিয়ানমার যেতে পারেন।

 

মন্ত্রী সাংবাদিকদের বলেনঃ "মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল।"

 

উনি বলেনঃ "কিন্তু এর মধ্যে মিয়ানমারের ঘটনায় পরিস্থিতি পাল্টে যায়। তবে এ মাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"

 

মন্ত্রী বলেনঃ "যেহেতু লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, এ বিষয় নিয়ে (মিয়ানমার সফরে) আলোচনা হবে। এছাড়া আগে ইয়াবা চোরাচালানসহ অন্যান্য যেসব বিষয় নির্ধারিত ছিল, তা নিয়েও আলোচনা হবে।”

 

কিছুদিন আগে, রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দুই দেশ এই বিষয় একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

 


মিয়ানমারের প্রতিনিধি দল এই মুহূর্তে ঢাকায় সফররত আছেন।

 

এই দলের সাথে বাংলাদেশ সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যেই এই দল বাংলাদেশ সফর করছেন।

 

এই বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে।

 

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব শহিদুল হক বাংলাদেশের তরফ থেকে এই বৈঠকে অংশ নেন।

 

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বৈঠকের বিষয় সাংবাদিকদের বলেনঃ 'অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে' আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

উনি বলএন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কথাও বলে মিয়ানমার।

 

মন্ত্রী  বলেনঃ “আমরা উভয়ে সম্মত হয়েছি।এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন কী হবে- সেটা আমরা বাংলাদেশও ঠিক করব, ওরাও ঠিক করবে। সম্মতিটা হয়েছে এই আলোচনায়।”

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন যে দুই দেশ শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে চায়।

 

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গ তোলা হলে, মন্ত্রী বলেনঃ"একটা সভা দিয়েতো সব সমাধান হবে না। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটা তৈরি করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে দেব, ওরা ওদের পক্ষ থেকে দেবে। এটা খুব তাড়াতাড়ি করেছি।”

 

উনি বলেন যে খুব শিগগিরই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ  গঠন করা হবে।

 

গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা মানুষ এই দেশে আশ্রয় নিয়েছেন।

 

তারা মিয়ানমারে সহিংসতার মুখে পরে এই দেশে পালিয়ে এসেছেন।