Bangladesh

If one candidate does not take oathin 90 days seat will be vacant: CEC

If one candidate does not take oathin 90 days seat will be vacant: CEC

Bangladesh Live News | @banglalivenews | 03 Jan 2019, 06:49 am
ঢাকা, জানুয়ারি ৩ ঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ না করলে সেই আসনকে শূন্য ঘোষণা করবে সংসদ সচিবালয়। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বথা বলেন তিনি।

ঢাকা, জানুয়ারি ৩ ঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ না করলে সেই আসনকে শূন্য ঘোষণা করবে সংসদ সচিবালয়। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বথা বলেন তিনি।

 

বিএনপির নির্বাচিত এমপিরা শপথ না নিলে আইনি প্রক্রিয়া কী হবে- জানতে চাইলে তিনি বলেন, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এর পর ৩০ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন বসবে। তার ৯০ দিনের মধ্যে যদি কেউ শপথ না নেন বা কোনো প্রকাশ রেসপন্স না করেন, তখন সংসদ সচিবালয় থেকেই এ পদটি শূন্য ঘোষণা করা হবে।

 

তিনি বলেন, গেজেট প্রকাশ করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ। বাকি সবগুলো সংসদ সচিবালয়ের কাজ। গেজেট প্রকাশ হওয়ার পর থেকে আমাদের আর কোনো কার্যক্রম থাকে না। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।

 

ইসি সচিব আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। সে হিসেবে আগামী মার্চে এই নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছে ইসি। তিনি বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা। ফলে আমাদের হাতে সময় মার্চ মাস। তাই মার্চেই নির্বাচন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি।


ক্যাপশান:  ইসি সচিব।