Bangladesh

এশিয়ার সেরা ৩৫০’র তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা ৩৫০’র তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

| | 09 Jan 2018, 08:41 am
ঢাকা, জানুয়ারি ৯ঃ দেশের বহু মানুষের মনে আনন্দের মুহূর্ত সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তালিকাটি তৈরি করেছে যুক্তরাজ্যর লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’।

 

এই তালিকাটি আনুস্থানিকভাবে প্রকাশিত হবে চীনের শেনঝেন শহরে এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে পরের মাসে।

 

আজকে এই আনন্দের তথ্যটি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

একটি বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় জানিয়েছেনঃ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই স্বীকৃতিস্বরূপ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পাওয়ায় আজ ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়।"

 

বিশ্ববিদ্যালয় জজানিয়েছে যে আগামী মাসে ৫-৭ তারিখে চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত সামিটে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Image:Wikimedia Commons