Bangladesh

হাওর দুর্যোগঃ সমস্যার সময় মানুষের পাশে প্রধানমন্ত্রী

হাওর দুর্যোগঃ সমস্যার সময় মানুষের পাশে প্রধানমন্ত্রী

| | 01 May 2017, 09:39 am
ঢাকা, মে ১ঃ দেশের মানুষ যখন সমস্যায় পরেন তখন পাশে পান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

জঙ্গিবাদ থেকে প্রাকৃতিক দুর্যোগ, সকল সমস্যার সমাধানের জন্য হাসিনা এগিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জানিয়েছেন যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত থাকেন তাহলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

 

উনি বলেন বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলেই সেই ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

 

সুনামগঞ্জের হাওর পরিস্থিতি দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর এলাকা। আর তা দেখতেই আজ হাওরে এসেছিলেন হাসিনা।

 

সফরের সময়, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন উনি।

 

হাসিনা বলেনঃ "কারও যদি কোনো গাফলতি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।।"

 

হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বাস দেন যে উনি তাদের পাশে থাকবেন।

 

"আপনাদের পাশে সব সময় থাকব," প্রধানমন্ত্রী বলেন।

 

উনি আরও বলেনঃ "যত দিন হাওর এলাকার মানুষের খাদ্যের প্রয়োজন হয়, সরকার সেটা দেবে। হাওরে কোনো মানুষ না খেয়ে থাকবে না। গো-খাদ্যও দেওয়া হবে।"

 


খুশির খবর দিয়ে, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ফসলহারা কৃষকদের আগামী মৌসুমে সার, বীজসহ সব ধরনের কৃষি উপকরণ বিনা মূল্যে দেওয়া হবে।

 

হাওরে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তল্বার বিষয়টিও হাসিনা তুলে ধরেন।

 

"একটা লোককে না খেয়ে মরতে দেব না," হাসিনা বলেন।


হাওরের মানুষ এই মুহূর্তে সাঙ্ঘাতিক প্রাকৃতিক দুর্যোগের  সম্মুখীন হয়েছেন।


বহু মানুষের জীবন বিপন্ন করে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের হাওর এলাকা তলিয়ে যায়।

লাখ লাখ কৃষকের  এই ঘটনায় মাথায় পড়ে যায় হাত।

 

কারন, এই হল দেশের বোরো ধান কাটার মওসুম।

 

মাছ ও হাঁস, পানি বিষাক্ত হওয়ার ফলে এই অঞ্চস,প্রান হারাতে শুরু করলে সমস্যা বাড়ে।

 

তবে, প্রাথমিকভাবে ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ  এই অঞ্চলে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি দল।

 

তারা এই অঞ্চলের পানির পরিক্ষা করে এই বিষয়টি জানান।

 

তবে, বিভিন্ন সমস্যার মাঝেও আজ প্রধানমন্ত্রীর পাশে থাকার ফলে হয়তো হাওরে মানুষ একটু হলেও মানসিক শক্তি পেয়েছেন।