Bangladesh

সিলেটে আওয়ামী লীগের নির্বাচন প্রচারে হাসিনা

সিলেটে আওয়ামী লীগের নির্বাচন প্রচারে হাসিনা

| | 30 Jan 2018, 09:26 am
সিলেট, জানুয়ারি ৩০ঃ আসন্ন জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে আজ থেকে সিলেটে আওয়ামী লীগ তাদের নির্বাচন প্রচার শুরু করেছে।

আর প্রচারের জন্য আজ সিলেটে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।

 

সিলেটে গিয়ে আজ উনি  তিন আউলিয়ার মাজার জিয়ারত করবার পাশাপাশি জনসভায় ভাষণ দিয়েছেন।

 

জনসভায় নিজের বক্তব্য রাখার সময়, হাসিনা বলেনঃ "আমাদের নির্বাচনী প্রচার চালানো এখান থেকেই শুরু।” 

 

হাসিনা সিলেটের মানুষদের ওনার নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান করেন।

 

“ডিসেম্বরে যে নির্বাচন হবে, সে নির্বাচনেও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই," হাসিনা বলেন।

 

সবাইকে একসাথে আহ্বান করে উনি বলেনঃ "আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দেবেন।”

 

এই অনুষ্ঠানে  সরকারি ২০টি প্রকল্প উদ্বোধন এবং ১৮টির ভিত্তিফলক উন্মোচন করেছেন হাসিনা।

 

দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করবার পর এই ছিল হাসিনার তৃতীয় সিলেট সফর।


“অতীতে নৌকায় ভোট দিয়েছেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আন্তর্জাতিকভাবে দেশের সুনাম হয়েছে," হাসিনা বলেন।

 

হাসিনা বিএনপি এর বিষয় বলেছেন যে তারা শুধু ধ্বংস করতে জানেন।

 

“বিএনপি ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না," উনি বলেন।

 

"পাঁচ বছরে বিএনপি হাজার হাজার গাড়ি পুড়িয়েছে। তিন হাজার মানুষ তাদের অগ্নিসন্ত্রাসে অগ্নিদগ্ধ হয়েছে। পোড়া মানুষের লাশ দেখে খালেদা জিয়া উৎফুল্ল হয়েছে," উনি বলেন।

 

হাসিনা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন হবে দেশের।

 

“আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশের এত উন্নয়ন হত না। লুটেরা আসলে লুটেপুটে খেত," উনি বলেন।