Bangladesh

In August negative powers starts working: Kader

In August negative powers starts working: Kader

Bangladesh Live News | @banglalivenews | 06 Aug 2019, 12:04 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৬ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস আসলেই সেই ৭১’র পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আমাদের সতর্ক থাকতে হবে। আগস্ট আসলেই সেই পরাজিত শক্তি তাদের ষড়যন্ত্র শুরু করে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এ নির্দেশনা আমাদের নেতা-কর্মীদের পৌঁছে দিচ্ছি।’


ওবায়দুল কাদের সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মাসে এসেছে, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আমাদের নেুাকর্মীদের নির্দেশনা দিচ্ছি,  ডেঙ্গু মোকাবেলা, বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে।’


আগস্ট মাসে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছে আমাদেরই সন্ত্রাস বিরোধী সমাবেশে। ওই দিনের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে।’


ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাসে বাংলাদেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। এমনকি ধানমন্ডি ৩২ নম্বরেও হামলার পরিকল্পনা ছিল। আমরা সতর্ক ছিলাম বলেই তারা তাদের লক্ষ্য কার্যকর করতে পারেনি।’


শেখ কামাল প্রসঙ্গে তিনি বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের আঘাতে শেখ কামাল আমাদের মাঝ থেকে রক্তাক্ত বিদায় নিয়েছেন। আমরা আজ এ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শেখ কামালের যোগ্যতা, সাহস এবং নেতৃত্বে যে গুণ ছিল তাতে তিনি তারুণ্যের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখতেন।