Bangladesh

Increase of bus price forcing many to travel by truck

Increase of bus price forcing many to travel by truck

Bangladesh Live News | @banglalivenews | 09 Aug 2019, 07:30 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৯ : ঈদুল আজহার ছুটি সামনে রেখে সপ্তাহের শেষ কর্মদিবস এলাকা ছেড়েছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমজীবীরা। এ কারণে সকাল থেকেই বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়।বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। তবে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এরপরও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘরমুখী মানুষের চাপ আরও বাড়ছে।

বিশেষ করে সাভার ও আশুলিয়া বাসস্ট্যান্ড এবং নবীনগর ও বাইপাইল মোড়ে বাসের জন্য বিপুল সংখ্যক যাত্রীকে অপেক্ষা দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করেই তারা বাসসহ অন্যান্য যানবাহনে ওঠার চেষ্টা করছেন। এদিকে যানজট ঠেকাতে মহাসড়কের প্রতিটি পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে। বাসের সংখ্যা কম থাকায় অনেকেই ট্রাকে করে যাচ্ছেন।


এ সময় এক যাত্রী জানান, বাসের ভাড়াা বেশি থাকায় তারা ৩০০ টাকা দিয়ে ট্রাকে যাচ্ছেন। এতে কিছু টাকা বাঁচায় তারা বাড়িতে গিয়ে ছেলে-মেয়েদের নিয়ে আরও ভালোভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, যানজট ছাড়াই মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।