Bangladesh

India to support Bangladesh in solving Rohingya issue
Amirul Momenin

India to support Bangladesh in solving Rohingya issue

Bangladesh Live News | @banglalivenews | 04 Nov 2019, 06:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ৪ : রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উদ্যোগকে সবসময় সমর্থন দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ ভারত।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবর্তন সংশ্লিষ্ট সকলের পক্ষে মঙ্গলজনক। স্থায়ী আঞ্চলিক সুরক্ষা ও স্থিতিশীলতার পক্ষেও এটি সর্বোত্তম পন্থা। এছাড়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার আশ্রয়ের ভার বহন করায় বাংলাদেশের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।


২০১৭ সালের আগস্টে রাখাইনে নতুন করে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পূর্বে আসাদের নিয়ে বাংলাদেশ এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের ফিরিয়ে নিতে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে ব্যর্থ হচ্ছে মিয়ানমার। ফলে দুই দফা চেষ্টা করেও একজন রোহিঙ্গাকেও রাখাইনে ফেরত পাঠানো সম্ভব হয়নি।