Bangladesh

Information minister thanks Dr. Kamal

Information minister thanks Dr. Kamal

Bangladesh Live News | @banglalivenews | 14 Jan 2019, 06:21 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ১৪: জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ভুল ছিল স্বীকার করায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে অধীনস্ত সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে সমন্বয় সভার শুরুতে সাংবাদিকের এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান। বিএনপি যদি জামায়াতকে পরিত্যাগ না করে তবে ড. কামাল (বিএনপিকে ত্যাগের মতো) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ দেশ যাতে এগিয়ে না যায় সেজন্য পিছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আমি ড. কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই যে, গতকাল তিনি তার ভুলটি স্বীকার করেছেন। জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল। তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’


তথ্যমন্ত্রী বলেন, ‘এ ছাড়া তারা যে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছেন যে, তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন না... সেই ভুল সিদ্ধান্তটাও তারা পরিবর্তন করে, গণতন্ত্রকে সংহত করার জন্য, গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য... যারা তাদের (সংসদ সদস্য) পক্ষে রায় দিয়েছেন সেই ভোটারদের সম্মানিত করার জন্য তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং গণতন্ত্রের অভিযাত্রাকে সংহত করবেন।’


‘ড. কামাল হোসেনের স্বীকারোক্তিতে এটাই প্রমাণিত হয়, তারা যে রাজনীতিতে পদে পদে ভুল করছেন সেটি তিনি নিজেই স্বীকার করেছেন। আমি মনে করি ভুল স্বীকারোক্তির মাধ্যমে তারা জামায়াতকে পরিত্যাগ করবেন। আশা করি বিএনপি যদি জামায়াতকে পরিত্যাগ না করে তবে ড. কামাল (বিএনপি ত্যাগের) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন,’ বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।


গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোট (জাতীয় ঐক্যফ্রন্ট) পেয়েছে মাত্র আটটি আসন। তবে ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা এখনও শপথ নেননি।