Bangladesh

২১ অগাস্ট মামলায় তারেকের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হল, মঙ্গলবার চলবে

২১ অগাস্ট মামলায় তারেকের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হল, মঙ্গলবার চলবে

| | 22 Jan 2018, 10:22 am
ঢাকা, জানুয়ারি ২২ঃ আজ থেকে আসামি তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় যুক্তিতর্ক শুনানির কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী আবুল কালাম আক্তার হোসেন দাবি করেন যে তারেক এই হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন না।

 

তারেকের জন্য নিয়োজিত হয়েছেন হোসেন।

 

এই মামলায় পলাতক আছেন তারেক।

 

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারা অধিদপ্তরের ভবনে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে আইনজীবী এই মামলায় নিজের  যুক্তি উপস্থাপন করেছেন।

 

আসামী পক্ষ আজকে এই মামলায় নবম দিনের জন্য  বিচারক শাহেদ নূর উদ্দিনের এই আদালতে যুক্তিতর্ক শুনানি করেন।

 

আবুল কালাম কালকেও শুনানি করবেন।

 

আবুল কালাম আজকে আবার একবার বলেন ওনার মক্কেল নির্দোষ।

 

"২১ অগাস্ট হামলার সঙ্গে জঙ্গিরা জড়িত। তারেক রহমান জঙ্গি নন। তিনি হামলাকারীদের সহযোগিতার কোনো আশ্বাস দেননি। এজাহারেও তার নাম নেই। কোনো সাক্ষী সুনির্দিষ্টভাবে তারেক রহমানের বিষয়ে কিছু বলেনওনি," উনি বলেন।

 

তারেক রহমানের উপস্থিতিতে হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল, এমন দাবি নিজেদের যুক্তিতর্ক উপস্থাপনের সময় করেছিলেন রাষ্ট্রপক্ষ।

 

বিএনপি-জামায়াত জোট সরকার ২০০৪ সালের ২১ আগস্ট হামলার সময় সরকারের ক্ষমতায় ছিলেন।

 

খালেদা সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২২ জনকে এই হামলার ঘটনায় মামলায় আসামী করা হয়।

 

অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হয় খালেদার ছেলে তারেক, তার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩০ জনের নাম আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে।

 

২৩ জন আসামি এই মুহূর্তে কারাগারে আছেন।

 

১৯ জন পলাতক আছেন।

Image: Wikimedia Commons