Bangladesh

পাবলিক প্লেসে ধূমপানঃ জনগণকে প্রতিবাদ করতে আহ্বান করলেন মন্ত্রী

পাবলিক প্লেসে ধূমপানঃ জনগণকে প্রতিবাদ করতে আহ্বান করলেন মন্ত্রী

| | 27 May 2017, 09:01 am
ঢাকা, মে ২৭ঃ দেশের আইনমন্ত্রী আনিসুল হক আজ কড়া ভাষায় জানিয়েছেন যে জনগণ যদি কাউকে আইন ভেঙে ‘পাবলিক প্লেসে’ ধূমপান করতে দেখেন তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

আজকে এই আহ্বান করেছেন মন্ত্রী।

 

মন্ত্রী আজকে এই কথাগুলি ঢাকার সিরডাপ মিলনায়তনে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মার উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় বলেছেন।

 

উনি বলেন দেশের সরকার তামাক নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।

 

আইনমন্ত্রী বলেনঃ "তবে আইন আর নীতিমালা করে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে।"

 

উনি আরও বলেন যেঃ "আইন অমান্য করে পাবলিক প্লেসে কেউ ধূমপান করলে, তামাক গ্রহণ করলে আপনারা কেউ বাধা দিচ্ছেন না। আইন করেছি, কিন্তু বাধা দেওয়াটা আরও জরুরি, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন।”

 

ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যেও কর বাড়ানোর বিষয় নিজের বক্তব্যে তুলে ধরেন মন্ত্রী।

 

Image: wallpapercave.com