Bangladesh

কিছু শ্রমিক নেতা বিদেশের হয়ে ভাড়া খাটেন, সন্দেহ প্রকাশ করলেন হাসিনা

কিছু শ্রমিক নেতা বিদেশের হয়ে ভাড়া খাটেন, সন্দেহ প্রকাশ করলেন হাসিনা

| | 01 May 2017, 09:25 am
ঢাকা, মে ১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্দেহ প্রকাশ করে বলেছেন যে এই দেশের কিছু শ্রমিক নেতা বিদেশের স্বার্থে কাজ করছে।

উনি বলেন এই দেশের শিল্পকারখানাগুলোকে অস্থিতিশীল তৈরি করবার জন্য এই পদক্ষেপ নিচ্ছে তারা।


হাসিনা বলেনঃ "কোনো ঘটনা ঘটলে কিছু শ্রমিক নেতা জুটে যায়। তারা নেতা সাজেন।"

 

উনি বলেনঃ "একটা শ্রেণি আছে যাদের কাজই দেশের খবর নাই, বিদেশে মেসেজ পাঠাতে থাকে বাংলাদেশের বিরুদ্ধে।"

 

"তারা বিদেশের কারও পক্ষে ভাড়া খাটেন কি না সেটা নিয়ে আমার সন্দেহ। নইলে দেশে কি ঘটনা ঘটল তা দেশে বসে সমাধান না করে মুরুব্বি খুঁজতে যায় পরদেশে। তারা এসে কী করবে? খবরদারি করবে," প্রধানমন্ত্রী বলেন।

 

হাসিনা আজকে এই কথাগুলি মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শ্রমিক সমাবেশে নিজের বক্তব্য রাখার সময় বলেছেন।