Bangladesh

ধর্মান্ধতা বর্জন করতে আহ্বান করলেন হাসিনা

ধর্মান্ধতা বর্জন করতে আহ্বান করলেন হাসিনা

| | 17 Mar 2017, 10:19 pm
ঢাকা, মার্চ ১৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ধর্মান্ধতা বর্জন করতে আহ্বান করেছেন।

"শুধু শিক্ষা নয়, ধর্মীয় শিক্ষাকেও আমরা বাধ্যতামূলক করেছি। কিন্তু ধর্মান্ধতা যেন না আসে," হাসিনা বলেন।

 

উনি বলেন ইসলাম ধর্ম কাউকে খুন করবার অধিকার দেয়না।

 

"আমাদের ধর্ম ইসলাম অত্যন্ত পবিত্র ধর্ম, শান্তির ধর্ম," হাসিনা বলেন।

 

" ধর্মে সব সময় শান্তি, ভ্রাতৃত্বের, সৌহার্দ্যের কথা বলা হয়েছে। সেটা সকলকে মেনে চলতে হবে," উনি বলেন।

 

হাসিনা শিশুদের বলেন তারা যেন দেশের মানুষকে ভালবাসেন।

 

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গীপাড়ায় এক শিশু সমাবেশে নিজের বক্তব্য রাখার সময় হাসিওনা এই কথাগুলি বলেছেন।