Bangladesh

সবার আগে ভারত গুরুত্ব দেয় বাংলাদেশকেঃ সুষমা স্বরাজ

সবার আগে ভারত গুরুত্ব দেয় বাংলাদেশকেঃ সুষমা স্বরাজ

| | 23 Oct 2017, 07:51 am
ঢাকা, অক্টোবর ২৩ঃ ভারতের পররাষ্ট্রনীতিতে সকল দেশের মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশ, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই কথাটি বলেছেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সে আজ স্বরাজ উদ্বোধন করেন।


সেই সময় উনি বলেনঃ "পড়শি পেহেলে, লেকিন বাংলাদেশ সবচে পেহলে।"

ঢাকার বারিধারায় এই কমপ্লেক্সের উদ্বোধন হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীর বিষয় মন্তব্য করতে গিয়ে স্বরাজ বলেনঃ "আমরা দুজন দাদা-দিদি সম্পর্ক পাতিয়ে ফেলেছি।"

দুই  দেশের তরুণদের উপরে বেশি করে বিনিয়োগ করতে হবে বলে জানান স্বরাজ।

ভারত সরকারের অর্থায়নের ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিয়েছে সেই দেশের প্রতিনিধি।

ভারতের মন্ত্রী বলেনঃ "নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমি খুশি। এ বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়ার আশা করছি।"

গতকাল বাংলাদেশ সফরে এসেছিলেন স্বরাজ।

 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন উনি।