Bangladesh

শান্তিপূর্ণ হরতাল চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে

শান্তিপূর্ণ হরতাল চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে

| | 25 May 2013, 04:48 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১১: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে সকাল-থেকে-সন্ধ্যে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয় সোমবার সকালে।

 এই হরতাল চলছে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে।

 
পুলিশ জানায় এখনো অবধি কোন অবাঞ্ছিত ঘটনা ঘটে নি।
 
বাঙালি ঔপনিবেশিকদের ছাত্র সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় এই হরতালের ডাক দিয়েছে এক ১৪ বর্ষীয় বাঙালি স্কুলছাত্রীর ধর্ষণের ও খাগড়াছড়িতে ইঁটের ভাটির এক শ্রমিকের হত্যার, ও বান্দরবানে দুটি তরুণের অপহরণের প্রতিবাদে।
 
হরতালকারীরা খাগড়াছড়িতে শাপলা চত্বর ও বাস স্টেশন এলাকায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
 
সকাল থেকে রিক্সা ও তিন-চাকার গাড়ি ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকে।
 
কোন দূরপাল্লার বাস সোমবার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়ে নি বা এই তিন জেলায় ঢোকেও নি।  
 
খাগড়াছড়ির পুলিশ অধীক্ষক শেখ মিজানুর রহমান বিকেলে জানান এখনো পর্যন্ত কোন হিংসাত্মক ঘটনা ঘটে নি।
 
জানুয়ারি ২৫-এ ইঁটের ভাটির এক শ্রমিক মোহাম্মাদ ফারুক হোসেনকে গুলি মেরে খুন করা হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজিনগরে।
 
ফেব্রুয়ারি ৪-এ খাগড়াছড়ির রামগড় উপজেলার গর্জনতলি এলাকায় একটি ১৪ বছরের স্কুলছাত্রীকে একজন ট্রাক চালক ও তার তিন সাথী মিলে ধর্ষণ করে।
 
ফেব্রুয়ারি ৫-এ অজানা অপরাধীরা মোহাম্মাদ ইমরান ও মোহাম্মাদ হানিফকে বান্দরবানের বেলেঘাটা বাজার থেকে; ও ফেব্রুয়ারি ৮-এ দুজন গ্রামীণফোনের কর্মীকে রাঙ্গামাটির কুটুকছড়ি বাজার থেকে অপহরণ করে।