Bangladesh

পাকিস্তান দিতে পারেনি মৌসুমী রহমানকে প্রত্যাহারের ব্যাখ্যা 

পাকিস্তান দিতে পারেনি মৌসুমী রহমানকে প্রত্যাহারের ব্যাখ্যা 

| | 06 Jan 2016, 08:51 am
ঢাকা, জানুয়ারি ৬- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার বলেছেন যে পাকিস্তান এখনও সেই দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিককে প্রত্যাহার করবার কারণ দেখাতে পারেনি।

পাকিস্তান বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করবার জন্য বলেছিল।

 

রহমানকে পাকিস্তান  বৃহস্পতিবার বিকেলের মধ্যে সেই দেশ থেকে প্রত্যাহার করবার জন্য বলেছেন।

 

শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন যে এখনকার পরিস্থিতির উপরে বাংলাদেশ সরকার গভীরভাবে নজর রাখবে ।

 

তবে, উনি জানান যে এই ঘটনার পরে পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আগের মতোই থাকবে।

 

প্রসঙ্গত, গত মাসে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জন্য ইসলামাবাদক  দাবি জানিয়েছিল বাংলাদেশ।

 

পরে, ২৩ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে নেয় পাকিস্তান।