Bangladesh

শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আগামীকাল

শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আগামীকাল

| | 28 Oct 2017, 08:22 am
ঢাকা, অক্টোবর ২৮ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, আগামীকাল দেশের এক আদালত প্রধানমন্ত্রী সেখা হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে ফ্রিডম পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা দুটি মামলার রায় ঘোষণা করবে।

২৮ বছর আগে এই চেষ্টা করা হয়েছিল হাসিনার বিরুদ্ধে।


এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ করেছিল ১৬ অক্টোবর।

 

এই মামলার রায়ের জন্য ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির ২৯ অক্টোবর দিনটি ঠিক করেন।


প্রসঙ্গত, শেখ হাসিনার ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোঁড়া হয়েছিল ১৯৮৯ সালের ১০ অগাস্ট মধ্যরাতে।

 

সেই সময় আওয়ামী লীগ সভানেত্রী বাড়িতেই উপস্থিত ছিলেন।

 

পরে তদন্তে বেরোয় যে হাসিনাকে হত্যা করবার চেষ্টা করছিলেন বঙ্গবন্ধুর খুনিদের নেতৃত্বে গঠিত দল ফ্রিডম পার্টির নেতা-কর্মীরা।

 

পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম এই ঘটনায় একটি মালা করেছিলেন।

 

ইসলাম সেই সময় বঙ্গবন্ধু ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

 

তদন্তের শেষে, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ।

 

মামলায় মোট ১২ জনকে আসামী করা হয়েছিল।