Bangladesh

ঢাকা অভিযানে নিহত এক জঙ্গির পরিচয় জানালো র‍্যাব

ঢাকা অভিযানে নিহত এক জঙ্গির পরিচয় জানালো র‍্যাব

| | 14 Jan 2018, 11:08 am
ঢাকা, জানুয়ারি ১৪ঃ র‍্যাব রোববার জানিয়েছেন যে গত সপ্তাহে ঢাকার এক ভবনে অভিযানের সময় নিহত এক জঙ্গির পরিচয় পাওয়া গেছে।

এই ঘটনায় তিনজন জঙ্গি প্রাণ হারিয়েছিলেন।

 

তার পরিচয় হল মেজবাহ উদ্দীন, জানিয়েছেন র‍্যাব।

 

নিহত এই ব্যাক্তির বাড়ি হল কুমিল্লার মনোহরগঞ্জে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

ঢাকার পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে তিন ব্যাক্তি নিহত হয়েছেন তারা সকলেই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবির সদস্য বলে আগে জানিয়েছেন র‍্যাব।

 

র‍্যাবের  গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের আজকের অভিযানের বিষয় বলেনঃ "নিহত তিনজনের বয়স ২৫ থেকে ২৭ এর মধ্যে। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি তারা জেএমবি সদস্য।"

 

বাড়ির কেয়ারটেকার রুবেলকে নিহত ব্যাক্তিদের বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জানিয়েছেন খান।

 

“সে বলেছে, জাহিদ নামের এক যুবক গত ২৮ ডিসেম্বর এসে পাঁচ তলার একটি কক্ষ ভাড়া নিতে চায়। জাহিদ তাকে বলেছিল, সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। দুই ভাইকে নিয়ে ওই বাসায় সে থাকবে," খান বলেন।

 

জানুয়ারি ৪ থেকে ৮ জানুয়ারি এর মধ্যে সকলে বাসায় থাকা শুরু করেছে বলে জিজ্ঞাসাবাদে জানানো হয়েছে।

 

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাসহ নাশকতার পরিকল্পনা এই বাসায় থেকে এই ব্যাক্তিরা করছিলেন এই তথ্য গোয়েন্দা থেকে পাওয়ার পড়ে র‍্যাব অভিযান চালান, জানিয়েছেন খান।

 

বৃহস্পতিবার শেষ রাতে এক বাড়ি ঘিরে ফেলার পর থেকে আগামীদিন থেকে বিপুল গোলাগুলি হয়ে বাড়িটি ঘিরে।

 

ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও পিস্তল ঘটনাস্থল থেকে পাওয়া গেছে, জানিয়েছে র‍্যাব।