Bangladesh

নৌকা প্রতীকে ভোট দিতে মানুষকে আহ্বান করলেন শেখ হাসিনা

নৌকা প্রতীকে ভোট দিতে মানুষকে আহ্বান করলেন শেখ হাসিনা

| | 31 Dec 2017, 10:42 am
ঢাকা, ডিসেম্বর ৩১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দেশের মানুষকে ওনার নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান করেছেন।

হাসিনা দেশের মানুষকে বলেন যে ওনার সরকার উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করবে।

 

"অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকার পাশে থাকুন। আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি, আগামীতেও করব," হাসিনা বলেন।

 

যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

যশোরের উন্নয়নের বিষয় কথা বলতে গিয়ে হাসিনা বলেনঃ "এ অঞ্চলের জলাবদ্ধতা দূর করার জন্য কপোতাক্ষসহ ভৈরব নদের জলাবদ্ধতা যদি দূর করতে পারি, তাহলে ভবদহের পানিনিষ্কাশনও সহজ হয়ে যাবে। ভবদহ সংস্কারেরও আমরা ব্যবস্থা নিয়েছি।"

 

হাসিনা বলেন বিএনপি-জামায়াত জোট দেশকে 'ভূতের' মত পেছনের দিকে চালিয়েছে।

 

উনি বলেন এই জোট ক্ষমতায় এলে হত্যা, সন্ত্রাস, লুটপাট ও সন্ত্রাস বেড়ে যায়।

 

হাসিনা বলেন উনি দুর্নীতির জন্য ক্ষমতায় আসেনি।

 

"আমি শেখ হাসিনা, জাতির পিতার কন্যা। আমি দুর্নীতি করতে আসিনি," হাসিনা বলেন।

 

পদ্মা সেতুর উদাহরণ তুলে ধরে উনি বলেনঃ "বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে আমাদের দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি। "