Bangladesh

সিএমএম কোর্ট হাজত খানার আসামীর নিকট হতে স্বর্ণ উদ্ধার

সিএমএম কোর্ট হাজত খানার আসামীর নিকট হতে স্বর্ণ উদ্ধার

| | 18 Jan 2016, 09:07 am
ঢাকা, জানুয়ারি ১৮- পুলিশ সোমবার বলেছেন যে সিএমএম কোর্টের হাজত খানার আসামীর পকেট হতে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

আসামীর নাম মোঃ আরিফ উল্লা মুন্সি।


"তাকে বিমান বন্দর থানার একটি মামলায় ১০দিনের রিমান্ডের আবেদন চেয়ে কোর্টে হাজির করা হয়েছিল," একটি বিবৃতির মাধ্যমে জানায় পুলিশ।

 


"উক্ত আসামী বাথরুমে যেয়ে তার মলদ্বারে লুকিয়ে রাখা ৪টি স্বর্ণের বার কৌশলে বের করে তার পকেটে রাখলে তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্য উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহতি করে তাৎক্ষনিক তার পকেট তল্লাশী করে স্বর্ণের বার ৪টি উদ্ধার করা করেন," পুলিশ জানিয়েছেন।

 


"উক্ত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) এর ১(বি) ধারায় কোতয়ালী থানায় পৃথক একটি মামলা করা হয়েছে। উক্ত আসামীকে বিমান বন্দর থানার মামলায় বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন," বিবৃতিতে বলা হয়েছে।

 

বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, গত রবিবার রাতে বিমানবন্দর এলাকায় দায়িত্বরত এপিবিএন পুলিশ ৩০০ গ্রাম স্বর্ণ সহ আরিফ উল্লা মুন্সিকে গ্রেফতার পূর্বক আমাদের থানায় হস্তান্তর করেন।