Bangladesh

জঙ্গিদের দেশের জায়গা হবে না, জানালেন মন্ত্রী

জঙ্গিদের দেশের জায়গা হবে না, জানালেন মন্ত্রী

| | 25 May 2017, 12:38 pm
ঢাকা, মে ২৫ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার জানিয়েছেন জে দেশের মাটিতে জঙ্গিদের জায়গা হবে না।

মন্ত্রী বলেনঃ "ধর্মের নামে যারা তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।"

 

উনি বলেন, "সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত জীবিত জঙ্গিদের শাস্তি দেওয়া হবে।"

 

মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে নিজের বক্তব্য রাখার সময় কামাল এই কথাগুলি বলেছেন।

 

মন্ত্রী আরও বলেন যে দেশের গুরুত্বপূর্ণ সমস্যা হল মাদক।

 

"মাদক দেশের একটি বড় সমস্যা। সমাজের সবাইকে নিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রথমে পরিবার থেকে অবস্থান নিতে হবে," উনি বলেন।

 

মন্ত্রী বলেন দেশের কারাগারগুলিতে ২০ শতাংশ কয়েদীই হচ্ছে মাদক ব্যবসায়ী।

 

উনি বলেন এদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে।