Bangladesh

রোহিঙ্গা প্রত্যাবর্তনঃ সিঙ্গাপুরের কাছে সহযোগিতার আহ্বান করলেন হামিদ

রোহিঙ্গা প্রত্যাবর্তনঃ সিঙ্গাপুরের কাছে সহযোগিতার আহ্বান করলেন হামিদ

| | 23 Feb 2018, 09:09 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৩ঃ এই মুহূর্তে সিঙ্গাপুরে সফররত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য সহযোগিতা চেয়েছে।

দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে টেলিফোনে এক কথোপকথনে রাষ্ট্রপতি আজকে এই সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই বিষয় সাংবাদিকদের জানিয়েছেনঃ " সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে অভিনন্দন জানান। তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।"

 

কিছুদিন আগে দ্বিতীয়বার হামিদ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

 

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য উনি এখন সিঙ্গাপুরে আছেন।

 

ছয়দিনের জন্য উনি সিঙ্গাপুর সফরে গেছেন।

 

প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে হামিদ অভিনন্দন জানিয়েছেন।