Bangladesh

Kader is getting better

Kader is getting better

Bangladesh Live News | @banglalivenews | 04 Mar 2019, 02:26 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ৪: গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মুমূর্ষ অবস্থায় দিনভর ভেন্টিলেটর মেশিনে অচেতন থাকলেও রাতে তার জ্ঞান ফেরে। তিনি চোখ মেলে তাকিয়েছেন। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, প্রস্রাবও হয়েছে। এমনকি ইশারায় তিনি পানি চাইলে চিকিৎসকরা তাকে নলের মাধ্যমে পানি খেতে দেন।


নাম প্রকাশ না করার শর্তে এব বিশেষজ্ঞ চিকিৎসক জানান, সন্ধ্যা পর্যন্ত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে চিকিৎসকরা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত তিনি বেঁচে থাকবেন কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখে যাওয়ার পর থেকে অনেকটা ‘মিরাকল’ ঘটনার মতোই তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে।


উল্লেখ্য রোববার (৩মার্চ) সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।

 

আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপি-ের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এ সময় একটি রক্তনালীতে রিং (স্ট্যান্টিং) বসানো হয়। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারিরিক অবস্থার ফের অবনতি হতে থাকে। তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়া রোববার রাত দশটায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘দুপুরের থেকে অবস্থার উন্নতি হয়েছে। উনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে, মাথা নেড়ে উত্তর দেন। উনার প্রস্রাব হচ্ছে। দুপুরে যেটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন উনার ১০০ সিসি করে প্রস্রাব হচ্ছে। রক্তচাপ স্থিতিশীল আছে।’


সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘উনার যেহেতু উন্নতির ধারা অব্যাহত আছে, সেজন্য আমরা সিঙ্গাপুরের টিমের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, আপাতত এখানেই থাকবেন। পরবর্তীতে অবস্থার ওপর নির্ভও করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টা আমরা দেখবো।’