Bangladesh

Kader to be removed from artificial machine if improvement persists

Kader to be removed from artificial machine if improvement persists

Bangladesh Live News | @banglalivenews | 07 Mar 2019, 06:25 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ৭: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ব্যবহৃত কৃত্রিম ডিভাইস দু-একদিনের মধ্যে খুলে ফেলা হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক প্রফেসর ডা. আবু নাসার রিজভী বুধবার (৬ মার্চ) দুপুরে এক ভিডিও বার্তায় এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান। এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে জানাতে দ্বিতীয় বারের মতো ব্রিফ করেন পাঁচ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ডেও প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আবু নাসার ওই ভিডিওতে বলেছেন, ‘আমরা আজ সাড়ে ১২টায় বসেছিলাম। মন্ত্রীর শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তার কিডনি স্ট্যাবল, ইনফেকশন অনেকটা কমে গেছে। যেটা ২৬ হাজার উঠে গিয়েছিল, সেটা ১২ হাজারে নেমে এসেছে। হার্টেও কন্ডিশন, প্রেশার এখন ভালো আছে। চিকিৎসকরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে আর্টিফিশিয়াল ডিভাইস খুলে ফেলার চিন্তা করছেন। এভাবে উন্নতি হতে থাকলে আগামী দু-একদিনে পর্যায়ক্রমে এই যন্ত্রগুলো খুলে দেওয়া হবে।’